মার্ক টোয়েন

মার্কিন রম্য লেখক ও সাহিত্যিক মার্ক টোয়েনের আসল নাম স্যামুয়েল ল্যাঙ্গহর্ন ক্লেমেন্স (১৮৩৫-১৯১০)। জন্ম ফ্লোরিডায়। বয়স যখন চার, তখনই তাঁর বাবা মিসৌরির হানিবলে চলে যান। বন্দরনগরীতে বেড়ে ওঠা, নানা অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর লেখায় প্রভাব ফেলে।

১৮৪৭ সালে টোয়েনের বয়স যখন এগারো, তাঁর বাবা নিউমোনিয়ায় মারা যান। পরের বছর একজন প্রকাশকের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন।

দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার (১৮৭৬), দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন (১৮৮৫)—তাঁর এই দুই বইয়ের খ্যাতি দুনিয়াজুড়ে। ব্যক্তিজীবনে তিনি খুব মজার মানুষ ছিলেন। বড় ভাই ছিলেন সংবাদপত্রে, সেখানে প্রদায়ক হিসেবে কাজ করেন তিনি। একপর্যায়ে শিক্ষকতাও করেন।

মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েনকে ‘আমেরিকান সাহিত্যের জনক’ উপাধি দেন; এও বলেন, ‘আমরা তাঁর উত্তরাধিকারী।’

তিনি ১৯১০ সালে মারা যান।

You've just added this product to the cart: