মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন বাংলাদেশের অগ্রগণ্য লেখক- ঐতিহাসিক । ইতিহাসবিদ হিসেবে তার ব্যাপক পরিচিতির কারণ, বাংলাদেশে তিনিই একমাত্র ইতিহাসবিদ যিনি ইতিহাসকে জনমানসে প্রতিষ্ঠা করার জন্য চার দশক চেষ্টা করে গেছেন, ইতিহাসকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশের অন্যতম শিশুসাহিত্যিক, পরিচিত গল্পকার, অনুবাদক, শিল্প সমালোচক। এখন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার এবং মননশীল প্ৰবন্ধের লেখক । বাংলাদেশে সিভিল সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অনন্য ভূমিকা রেখেছেন। মুনতাসীর মামুন শুধু লেখক-ইতিহাসবিদ নন, জনবুদ্ধিজীবীর বা পাবলিক ইনটেলেকচুয়ালের স্থান অজানা করেছেন । শিশুসাহিত্যের জন্য ১৯৬৩ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক পুরস্কার, সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯২ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৫ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ব্ৰজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্য পুরস্কার’ প্ৰদান করা হয় এবং গবেষণার জন্য ২০১১ সালে লাভ করেছেন একুশে পদক ।

You've just added this product to the cart: