শেখ আবদুল হাকিম

জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।

চার বছর বয়সে বাংলাদেশে আসেন। পেশা লেখালেখি। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর গোয়েন্দা উপন্যাস অধরা কুমারী, বিষবৃক্ষ ও ভৌতিক কাহিনি দেখা হবে কবরে। প্রথমা থেকে প্রকাশিত অনুবাদগ্রন্থ এরিক মারিয়া রেমার্কের দ্য ব্ল্যাক অবিলিস্ক, ভিক্টর হুগোর দ্য ম্যান হু লাফস এবং কেন ফলেটের রোমাঞ্চ উপন্যাস দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ-এর বাংলা অনুবাদ আততায়ী।

You've just added this product to the cart: