মালেকা বেগম

মালেকা বেগম বাংলাদেশের একজন বিশিষ্ট নারী নেত্রী। তার জন্ম ১৯৪৪ সালে পশ্চিম বাংলার হুগলি জেলায়। কুমিল্লা জেলার কোড়েরপাড়া গ্রামে তার দাদাবাড়ি এবং একই জেলার নবীনগর থানার ভুবনঘর গ্রামে নানাবাড়ি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স (১৯৬৫), এমএ (১৯৬৬) এবং সমাজবিজ্ঞানে এমএ (১৯৬৮) ডিগ্রী অর্জন করেন।
এমফিল, ১ম পর্ব (১৯৯৩) শেষে “যৌতুক: বাংলা সাহিত্য ও সমাজে প্রতিফলন” বিষয়ে পিএইচ.ডি অভিসন্দর্ভ রচনা করছেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুফিয়া কামালের নেতৃত্বে সাধারণ সম্পাদিকা হিসাবে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন ২২ বছর। নারী উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে তিনি বেইজিং বিশ্বনারী সম্মেলনের পর (১৯৯৫) পূর্বে ও পরবর্তীকালে বাংলাদেশের নারীর উন্নয়ন, সমতা ও শান্তির লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগের সাথে যুক্ত আছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স স্টাডিজ বিভাগের গেস্ট লেকচারার।
মালেকা বেগম লিখছেন ষাটের দশক থেকে। তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৯। নারী ও মানবাধিকার আন্দোলনের কাজে সফর করেছেন ১২টি দেশ। নানা জাতীয় দৈনিকে নিয়মিত লিখছেন। বিভিন্ন সময়ে পাক্ষিক প্রকৃতি-র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর গ্রন্থ ‘বাংলার নারী আন্দোলন’, ‘যৌতুকের সংস্কৃতি’ ও ‘আমি নারী’।

You've just added this product to the cart: