মুফতি ইসমাঈল মেন্‌ক

জিম্বাবুয়েতে জন্ম নেয়া ড. মুফতি ইসমাইল মেনক বর্তমান সময়ের একজন প্রখ্যাত ও সৃজনশীল ইসলামিক পণ্ডিত। মদিনাতে শিক্ষা গ্রহনকারী এ ব্যক্তির নামের শেষে সুনাম ও খ্যাতির লম্বা তালিকা ঝুলে আছে।২০১০ সাল থেকে তিনি সর্বাধিক প্রভাবশালী ৫০০-জন মুসলিমের মাঝে উচ্চাসন অলংকৃত করে আছেন।এর পাশাপাশি তিনি সামাজিক নির্দেশনা বিষয়ের উপর অ্যালডারগেটস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষাধিক লোক তাঁর অনুসারী। গভীর জ্ঞান, কার্য্কর ও বাস্তব দিক- নির্দেশনার জন্য তিনি বেশ সমাদৃত ও সমধিক প্রসিদ্ধ। হাস্যরস ও রসিকতার অপূর্ব্ মিশেল মুফতি মেনকের স্বতন্ত্র বৈশিষ্ট্য। সারা দুনিয়াতে ছড়িয়ে থাকা শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে তিনি সদা ভ্রমনে ব্যস্ত। রাজা থেকে সাধারণ, সবার সাথেই তিনি সহজে মিশতে পারেন। তাঁর বার্তা খুবই সরল, ভালো কাজ করুন, আখিরাতের প্রস্তুতির পাশাপাশি অন্য মানুষের উপকারে হাত বাড়ান।ধর্ম্-বর্ণ্ নির্বিশেষে সকলের জন্য তাঁর এই বার্তা প্রতিধ্বণিত হয়। মানব কল্যাণ ও শিক্ষামূলক কাজে তিনি ব্যাপক হারে সম্পৃক্ত। সন্ত্রাসবাদ, সকল ধরনের অবিচার, মৌলবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে তিনি কঠোর।

You've just added this product to the cart: