মিনার মনসুর

মিনার মনসুর (১৯৬০-) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যায় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক (১৯৮৩) ও স্নাতকোত্তর (১৯৮৪) পাশ করেন। বতর্মানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। কবি হিসাবে তিনি সুপরিচিত। ‘এই অবরুদ্ধ মানচিত্রে’, ‘অনন্তের দিনরাত্র’, ‘জলের অতিথি’, ‘হাসান হাফিজুর রহমান : বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও মর্ম’, ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই।

You've just added this product to the cart: