কাসাফাদ্দৌজা নোমান

লেখালেখির শুরু ফাঁকিবাজি আর অপ্রয়োজনীয়তা থেকে। পড়াশোনায় ফাঁকি দিয়ে যেই অপ্রয়োজনীয় কাজটি করতেন সেটি অযথা লেখালেখি। আর এভাবেই জগতের যাবতীয় অযথা কাজের লেখার মাধ্যমে লেখালেখির শুরু। কর্মজীবনে তিনি সকালে যথাসম্ভব দেরি করে বাস ধরেন, এবং এলাৰ্ম-বিলম্বিত ঘুমটুকু পুষিয়ে অফিসে যান। আবার রাতে ফিরতি বাসে বাড়ি ফেরেন ঘুমিয়ে ঘুমিয়ে। মাঝের সময়টুকুতে পার করে দেন একটি বিজ্ঞাপনী সংস্থায় পণ্যের গুণগান করতে করতে। কাসাফাদ্দীেজা নোমান এর জন্ম ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম খৈয়াছড়া গ্রামে। কৈশোর থেকে যৌবন, বন্দরনগরী থেকে রাজধানী।

You've just added this product to the cart: