হক ফারুক আহমেদ

জন্ম ২৭ র্মাচ ১৯৮১। লক্ষীপুররে বিরাহিমপুর গ্রামে।
আর্মানিটোলা গভমেন্ট হাই স্কুল, নটরডেম কলেজে শিক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ও সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি নিয়েছেন।

হক ফারুক আহদেমের প্রথম কাব্যগ্রন্থ ‘নিঃসঙ্গতার পাখিরা’ ২০১৮ সালরে অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে। কাব্যগ্রন্থটির জন্য ‘প্রথম বই’ ক্যাটাগরিতে ইতোমধ্যে সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮ পেয়েছেন। একই বছর মেলায় তার প্রথম প্রবন্ধের গ্রন্থ ‘ধীমান কথন’ প্রকাশ হয় বাংলানামা থেকে।

You've just added this product to the cart: