সৈয়দা রাশিদা বারী

সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক। যাঁর রচনার পরিমাণ বিপুল। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক ও গীতিকার। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং বিজ্ঞানী। মা বাবার পরিসরে ভাই-বোন সমঅধিকার প্রতিষ্ঠার প্রবক্তা। নারীর ক্ষমতায়ন মূল্যায়ন ও বাস্তবায়নে পুত্র-কন্যাকে আলাদা দেখেন না বিশেষ করে মা-বাবার ঘরে প্রাপ্ত অংশ অর্থ-সম্পদ ও অধিকারের ক্ষেত্রে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা: প্রায় ১শতটি। সাহিত্য-গবেষণাসহ প্রকাশের পথে রয়েছে প্রায় ২০টি। জন্ম: সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রের গীতিকার। সম্পাদক-প্রকাশক জাতীয় সচিত্র মাসিক স্বপ্নের দেশ, ঢাকা। সাংবাদিকতায় দৈনিক আজকের সংবাদ এর বিশেষ প্রতিনিধি। দৈনিক জনপদ এর সাবেক বিশেষ সংবাদদাতা। দৈনিক আল আমীন এর বিভাগীয় সম্পাদক/নারী ও শিশু বিভাগের প্রধান এবং কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। মাসিক ডাকপিয়ন (ঢাকা) এর সাবেক চীফ রিপোর্টার এছাড়াও পূর্বে অন্যান্য দৈনিকে ছিলেন। সাংগঠনিক : প্রতিষ্ঠাতা প্রধান ও ভূতপূর্ব সাধারণ সম্পাদক: বাংলাদেশ লেখিকা সংঘ (কুষ্টিয়া); প্রতিষ্ঠাতা-সভাপতি: বাংলাদেশ ভাষাসৈনিক প্রজন্মলীগ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ; প্রতিষ্ঠাতা-সভাপতি: বাংলাদেশ আধুনিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ; প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য: ড. মযহারুল ইসলাম স্মৃতি পরিষদ (ঢাকা); সাবেক সহ-সম্পাদক: বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম; বিভাগীয় সচিব: জাতীয় গীতি কবি পরিষদ; নির্বাহী সদস্য: বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমিতি; প্রাক্তন নির্বাহী সদস্য: জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদসহ ইত্যাদি। স্থায়ী সদস্য: বাংলা একাডেমী, বাংলাদেশ লেখিকা সংঘ (ঢাকা), লালন একাডেমী, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (কুষ্টিয়া), বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সার্ক কালচারাল ফোরাম (ভারত)। এছাড়াও জাতীয়Ñআন্তর্জাতিক অসংখ্য সাহিত্য-সংস্কৃতি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ ও আজীবন সদস্য হিসেবে রয়েছেন। সম্মাননা/পুরস্কার: বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম (ঢাকা) বেগম রোকেয়া পদক; বাংলাদেশ লেখিকা সংঘর (ঢাকা) সংবর্ধনা; বাংলাদেশ কবিতা সংসদ (পাবনা) বাংলা সাহিত্য পদক; সুললনা স্বাধীনতা পদক (রাজশাহী); নোঙর সাহিত্য পুরস্কার (ঈশ্বরদী); সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী সাহিত্য পুরষ্কার (সিরাজগঞ্জ); আরশী নগর বাউল সংঘ (রাজবাড়ী) সাহিত্য পুরস্কার; জাতীয় সাংবাদিক সংস্থা ও শতাব্দী সংস্কৃতি চর্চা কেন্দ্রের সম্মাননা; কুষ্টিয়া উন্নয়ন পরিষদ এর স্বর্ণপদক ও নাগরিক সংবর্ধনা, সাপ্তাহিক বিচিত্র সংবাদ পত্রিকার সম্মাননা; কবি বে-নজীর আহমদ, জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, বাউল তরী, বন্ধন কালচারাল ফোরাম কতৃক সাহিত্য পুরস্কারসহ বাংলাদেশ থেকে ৫০টির অধিক। এছাড়া ভারতের আন্তর্জাতিক আলো আভাষ, আন্তর্জাতিক বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর আন্তর্জাতিক সাহিত্য পুরষ্কার ‘এবং বাউল’ পত্রিকা ও ‘কুশুমে ফেরা’ সংস্থা হতে নেতাজি সুবাস স্মৃতি পুরস্কারসহ ভারতেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে ১৩টি সংবর্ধনা ও সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

You've just added this product to the cart: