সৈয়দা মোতাহেরা বানু

সৈয়দা মোতাহেরা বানু একজন কবি ও সঙ্গীতকার। ১৯১১ সালে পটুয়াখালি জেলার বামনায় তাঁর জন্ম। পিতা শাহ সৈয়দ সাজ্জাদ মোজাফফর । মৃত্যু ১৯৭৩ সালে।

তাঁর স্বামী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের ভাগনে এ.এন.এস. ইউসুফ আলী। সৈয়দা মোতাহেরা বানু ছিলেন স্বভাবকবি। পারিবারিক পরিবেশে পিতার সহায়তায় শিক্ষালাভ করেন। আরবি, ফারসি, উর্দু, বাংলা ও সংস্কৃতে জ্ঞান অর্জন করেন। ষোলো বছর বয়সে প্রথম কবিতা রচনা করেন। মুসলিম ভারত, ভারতবর্ষ, সওগাত, মাসিক মোহাম্মদী, আজাদ, বেগম প্রভৃতি পত্রিকায় তাঁর বহু কবিতা প্রকাশিত হয়েছে। মুসলিম মহিলাদের মধ্যে সর্বপ্রথম তাঁর রচিত গান রেকর্ড করা হয়। শিল্পী ছিলেন কে. মল্লিক। নজরুল ইসলামের সঙ্গে তাঁর পারিবারিক পরিচয় ঘনিষ্ঠ ছিল।

You've just added this product to the cart: