সুশান্ত সরকার

অধ্যাপক সুশান্ত সরকারের জন্ম ২৮ অগ্রহায়ণ, ১৩৫২ বঙ্গাব্দ (১৪ ডিসেম্বর ১৯৪৫) বাগেরহাট জেলার বিষ্ণুপুর গ্রামে । পিতা বিজয় কৃষ্ণ সরকার, মাতা অরুণাময়ী সরকার, স্ত্রী কানন ব্যানার্জী সরকার । অধ্যাপক সুশান্ত বিভিন্ন সরকারি কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অধ্যাপনা করেছেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। তাঁর প্রকাশিত গবেষণা-গ্রন্থ দশটি । ছােটগল্প ছ’টি; কবিতা, উপন্যাস, অনুবাদ ও শিশুতােষ গ্রন্থ একটি করে এবং সম্পাদিত গ্রন্থ সাতটি। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার, উইলিয়াম কেরী পুরস্কার ও পদক, মেয়র পদক- খুলনা, রাইটারস্ ক্লাব পদক, সাধন সরকার স্মৃতি পদক, মিজানুর রহিম পদক ও ভারতের পশ্চিম বাংলা থেকে ‘স্বকাল’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি বাংলা একাডেমি-ঢাকা, উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি, সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমি-খুলনার জীবনসদস্য ।

You've just added this product to the cart: