সুপা সাদিয়া

সুপা সাদিয়া। জন্ম বরিশাল ১৯৮০। ব্রজমোহন কলেজ থেকে গণিতে স্নাতক সম্মান (২০০২) ও স্নাতকোত্তর (২০০৪) ডিগ্রি লাভ। ২০০৪ সালে ইউরেকো এঞ্জেল স্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু। বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০০১ সাল থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক। ছেলেবেলা থেকে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বাংলা একাডেমি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্য। ১৯৯৫ সালে মনোরমা মানিসা শিক্ষাবৃত্তি লাভ।

প্রকাশিত গ্রন্থ : গণিত শিখি ০-৩ (২০০৫-২০০৬), স্মরণীয় দিনপঞ্জি (২০০৭), ’৫২র বায়ান্ন নারী (২০১১)। দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। বাবা অধ্যাপক বদিউর রহমান একজন মুক্তিযোদ্ধা, প্রগতিশীল লেখক, সংস্কৃতিকর্মী। মা তাহমিনা রহমান মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জীবনসঙ্গী মুক্তমনা মানুষ অপু হাসান।

You've just added this product to the cart: