সুধীর চক্রবর্তী
সুধীর চক্রবর্তী (জন্মঃ ১৯ সেপ্টেম্বর ১৯৩৪) একজন বাঙালি অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। পৈতৃক ভিটে নদিয়া জেলার দিগনগরে কিন্তু ছেলেবেলার বেশ অনেকটা সময় কেটেছে হাওড়ার শিবপুরে। অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিশেষত রবীন্দ্রসঙ্গীত, লালনপন্থা, কর্তাভজা, বাউল-ফকির, সাহেবধনী, বলরামী বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ। সুধীর চক্রবর্তী নিজেকে কৃষ্ণনাগরিক হিসেবে পরিচয় দেন। বারো বছর বাংলা সংস্কৃতি ও মননের পত্রিকা ধ্রুবপদ প্রকাশ করেছেন কৃষ্ণনগর থেকে।
You've just added this product to the cart: