সাঈদ আজাদ

সাঈদ আজাদ, জন্ম ১৮ আগস্ট, কুমিল্লা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। স্বপ্নচারী একজন মানুষ। ভালোবাসেন শব্দ দিয়ে স্বপ্ন বুনতে। সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা, আশা-হতাশা, স্বপ্ন-ভালোবাসা নিয়ে লিখতে পছন্দ করেন। প্রথম বই, গল্প সঙ্কলন-নিসিন্দার ফুল। বইটি ইতিমধ্যে পাঠকমহলে সমাদৃত।
অগ্নিপ্রভাত তাঁর প্রথম উপন্যাস। উপন্যাসটি, তরুণ কথাশিল্পীদের অপ্রকাশিত প্রথম উপন্যাস হিসাবে শব্দঘরঅন্যপ্রকাশ-এর কথাশিল্পী অন্বেষণে সেরা নির্বাচিত হয়েছিল। উপন্যাসটি ইতিমধ্যে বিদ্বৎসমাজের নজর কেড়েছে। সাঈদ আজাদের ভাষা সহজ এবং নির্মেদ। তাঁর রয়েছে সাবলীল গল্প বলার দক্ষতা। শুধু ভাষার বিচিত্র কারুকার্য নয়, তাঁর লেখায় আছে নিটোল গল্পও। শব্দের জাদুতে তিনি পাঠককে অতি সহজে আপন করে নিতে জানেন।

You've just added this product to the cart: