শিরিন এবাদি

শিরিন এবাদি (ইংরেজি: Shirin Ebadi; ফার্সি: Širin Ebādi; জন্ম ২১শে জুন, ১৯৪৭) ইরানের একজন আইনজীবি ও মানবাধিকার কর্মী। তিনি ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

You've just added this product to the cart: