রঞ্জন সেন

রঞ্জন সেন (জন্ম 1967) একজন ভারতীয় মাইক্রোবায়োলজিস্ট, বায়োফিজিসিস্ট এবং সিনিয়র বিজ্ঞানী এবং পাশাপাশি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং ডায়াগনস্টিক্স সেন্টারের সেন্ট্রারে ট্রান্সক্রিপশন ল্যাবরেটরির প্রধান। প্র্যাকারিওটিক ট্রান্সক্রিপশন ক্ষেত্রে অধ্যয়নের জন্য পরিচিত, সেন ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং ভারতের জাতীয় বিজ্ঞান একাডেমির একজন নির্বাচিত সহযোগী। ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ ২০০ 2007 সালে বায়োসায়েন্সে তাঁর অবদানের জন্য তাকে জাতীয় বায়োসায়েন্স অ্যাওয়ার্ড, ক্যারিয়ার ডেভলপমেন্টের জন্য, সর্বোচ্চ ভারতীয় বিজ্ঞান পুরস্কার হিসাবে ভূষিত করে।

You've just added this product to the cart: