মো: মাহবুবুল হাসান

মো: মাহবুবুল হাসানের জন্ম ১৯৮৬ সালে। ছোটবেলায় রাজশাহীতে থেকে পড়াশোনা করেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ বোধ করেন। সেসময়ে পাওয়া কারিগরী শাখার কম্পিউটার শিক্ষা বই দিয়েই এ অঙ্গনে তাঁর হাতেখড়ি হয়। ষষ্ঠ শ্রেণীতেই ‘কিউবেসিক’ ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ শুরু করেন। তারপর নিজে থেকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বই কিনে এনে চর্চা চালিয়ে যান। বিভিন্ন ছোটখাট সমস্যার সমাধান করতে করতে কম্পিউটার ও প্রোগ্রামিং বিষয়ে তাঁর আগ্রহ দিন দিন বাড়তেই থাকে। পরবর্তী সময়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে মো: মাহবুবুল হাসান এর বই সমগ্র বাংলাদেশের প্রোগ্রামিং জগতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হয়। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাঙ্গন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর সেখানে শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বর্তমানে তিনি কর্মরত আছেন গুগলে। মেধা ও মননের বল্গা ছুটিয়ে প্রায়ই দেশ থেকে দেশান্তরে যাত্রা করেন মো: মাহবুবুল হাসান। বাংলাদেশের কম্পিটিটিভ প্রোগ্রামিং জগতে এক নামে তাঁকে চেনে সবাই। মো: মাহবুবুল হাসান এর বই সমূহ হচ্ছে ‘প্রোগ্রামিং কনটেস্ট ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম’, ‘প্রোগ্রামিং গাইডলাইন: যে বইগুলো দিয়ে শুরু করতে পারেন’, ‘প্রিয়নবীর মাহে রমযান’ প্রভৃতি। সমস্যাকে কখনো প্রতিকূলতা হিসেবে দেখেননি মো: মাহবুবুল হাসান, বরং সমস্যা সমাধানে তিনি বরাবরই আনন্দ খুঁজে পেয়েছেন। তাঁর ভাষায় এটি ‘সিরিয়াস ফান’। তবে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে থাকা কম্পিউটার বিজ্ঞান তাঁর কাছে ‘জঘন্য’ বলেই মনে হয়েছে। সেটির কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন শিক্ষকদের গাফিলতি এবং সেসময়ে ইন্টারনেটের দুষ্প্রাপ্যতাকে।

You've just added this product to the cart: