মোস্তফা তোফায়েল

জন্মস্থান বেলগাছা, কুড়িগ্রাম। বর্তমান আবাস ইসলামপুর, হনুমানতলা, রংপুর। কবিতার বই দিয়ে সাহিত্যের পথে যাত্রা ১৯৯২- তে। পাঁচ-ছয়টি কবিতাগ্রন্থ প্রকাশিত হওয়ার পর প্রথম সাফল্য ওমর খৈয়ামের ‘রুবাইয়াৎ’ অনুবাদে, ১৯৯৬ সালে। উত্তরবঙ্গের স্থানীয় ইতিহাস বিষয়ে চারটি বই আছে, যথাঃ ‘কুড়িগ্রাম জেলার ইতিহাস ও সংস্কৃতি’, ‘রঙ্গপুর-রংপুর ইতিহাস থেকে ইতিহাসে’, ‘বৃহত্তর বংপুরের ইতিহাস’, ‘মুক্তিযুদ্ধে রংপুর’। আঞ্চলিক সম্মাননাঃ একুশে বইমেলা উপলক্ষে জেলা প্রশাসন কুড়িগ্রাম কর্তৃক ১৯৯৬-তে; জাতীয় গ্রন্থবর্ষ উপলক্ষে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি কর্তৃক ২০০২-এ। প্রকাশিত প্রবন্ধ ও কবিতা আছে বিভিন্ন লিটলম্যাগে ও পত্রিকায়। শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘প্রমিথিউস বঙ্গবন্ধু’, প্রকাশ কাল ফেব্রুয়ারি ২০১৩ । তিনি ইংরেজি সাহিত্যে এম. এ.। তাঁর চর্চার ক্ষেত্র বাংলা ও ইংরেজি সাহিত্য এবং বাংলাদেশের আঞ্চলিক ইতিহাস ।

You've just added this product to the cart: