মোশাররফ হোসেন ভূঞা

বড়দল গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ শেষে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সপ্তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত।
গবেষণামূলক বিশালাকারের গ্রন্থ ‘কনস্টেবলের ডায়েরি’ রচনা করেন, যা প্রকাশের অপেক্ষায় আছে।
তার প্রকাশিত গ্রন্থ:
‘কোনো এক গাঁয়ের কথা’ (উপন্যাস), ‘উর্বশীর খোলা চিঠি’ (কাব্যগ্রন্থ), ‘নারী কণিকা’ (কাব্যগ্রন্থ), ‘শান্তি ও সরস্বতী দেশ’ (কাব্যগ্রন্থ), ‘কাঁকড়া নাচে তাধিন তা’ (শিশুতোষ), ‘অমৃতের সন্তান’ (উপন্যাস), ‘পুষ্টি ধন্য সন্তানের জননী’ (কাব্যগ্রন্থ), ‘হুলো বেড়ালের সিনেমা দেখা’ (শিশুতোষ গল্প), ‘পুঁটি মাছের মোছ’ (শিশুতোষ ছড়া) এবং ‘রাতকানা ভূত’ (শিশুতোষ ছড়া)।

You've just added this product to the cart: