মুহাম্মদ শামসুল হক

লেখক, সাংবাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মী। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক ও কথিত ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’র ব্যাপারে তাঁর কৌতুহল ছাত্রাবস্থা থেকে। মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রচার, সৃজনশীল কাজে নানা ক্ষেত্রে অবদান আছে এমন বিশিষ্টজনদের জীবনক্ষণিকা সংগ্রহ করে তা তুলে ধরার ব্যাপারে তিনি আগ্রহী।

সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি ১৯৭৭ সালে, দৈনিক জমানায়। পরবর্তী সময়ে বিভিন্ন দৈনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালের নভেম্বরে প্রকাশনার শুরু থেকে যোগ দিয়ে কাজ করেছেন দৈনিক প্রথম আলোতে। এছাড়া প্রদায়ক হিসেবে প্রতিবেদন ও প্রচুর উপসম্পাদকীয় লিখেছেন ভোরের কাগজ, জনকণ্ঠ, সুপ্রভাত বাংলাদেশ, পূর্বকোণ ও সাপ্তাহিক একাত্তরে। সমসাময়িক আর্থসামাজিক-রাজনৈতিক বিষয় এবং সাংবাদিকতা বিষয়েও তিনি লেখালেখি করেন।

You've just added this product to the cart: