মুজিব মেহদী

জন্ম ১৯৬৯ সালের ৩ জানুয়ারি, বাংলাদেশের ময়মনসিংহ জেলার কুকরাইল গ্রামে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। বর্তমানে অধিকারভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থ : কবিতাগ্রন্থ : ‘মমি উপত্যকা’ (শ্রাবণ ২০০১), ‘ময়দানের হাওয়া’ (পাঠসূত্র ২০০৭), ‘চিরপুষ্প একাকী ফুটেছে’ (অ্যাডর্ন ২০০৯), ‘ত্রিভুজাসম্ভাষ’ (শুদ্ধস্বর ২০১৩), ‘জঙ্গলের নিজস্ব শব্দাবলি’ (ঐতিহ্য ১০১৪), ‘ধূলি ওড়ানোর ভঙ্গি’ (ঐতিহ্য ২০১৮) ‘বাইকুশতক’ (ছোট কবিতা ২০১৮)। উভলিঙ্গ রচনাগ্রন্থ : ‘শ্রেণিকরণ এমন এক সংকীর্ণতা যা সৃষ্টির মহিমাকে ম্লান করে দেয়’ (প্রতীতি ২০০৩), ‘বৃষ্টিগাছের তলায়’ (বাংলাপ্রসার ২০০৬), ‘খড়বিচালির দুর্গ’ (ঐতিহ্য ২০১১)। অনূদিত জেনগল্পগ্রন্থ : ‘সটোরি লাভের গল্প’ (পাঠসূত্র ২০০৯) অনুসন্ধানগ্রন্থ : ‘মাদ্রাসা শিক্ষা : একটি পর্যবেক্ষণ সমীক্ষা’ (বিএনপিএস ২০০১), ‘হাওর : জলে ভাসা জনপদ’ (আইইডি ২০০৫), ‘ইকোপার্ক উন্নয়ন : জীববৈচিত্র্য রক্ষার নামে জীবন ও প্রতিবেশ বিনাশী তা-ব’ (আইইডি ২০০৫), ‘মুক্তিযুদ্ধ ও নারী’, রোকেয়া কবীরের সঙ্গে যৌথভাবে (আইইডি ২০০৬ ও ঐতিহ্য ২০১২)। সমন্বিত গ্রন্থ : ‘চন্দ্রাবতীর কয়েকজন সন্তান’ (বইপাড়া ১৯৯৭)। সম্পাদিত লিটল ম্যাগাজিন : ‘সিঁড়ি’ (১৯৯১), ‘একজন’ (১৯৯৩), ‘অবয়ব’ (১৯৯৩), ‘শিরদাঁড়া’ (২০০২-২০০৩)। সম্পাদিত জার্নাল : ‘নারী ও প্রগতি’ (২০০৫-২০১৭)। পুরস্কার ও সম্মাননা : ‘লোক সাহিত্য পুরস্কার ২০১১’।

You've just added this product to the cart: