মাসুদ আহমেদ

জামালপুর জেলার সরিষাবাড়িতে বাবার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। বাবা মরহুম এম এ ওয়াহেদ। মা মরহুম রাজিয়া ওয়াহেদে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ১৯৮১ সালে সরকারি চাকরিতে যোগদান করে এখনো কর্মরত। এ পর্যন্ত এক শ’ ষোলোটি ছোটগল্প এবং আটটি উপনাস রচনা করেছেন। এসব সাহিত্যকর্মভিত্তিক টেলিফিল্ম ও নাটক রচিত হয়েছে দশটি। ড. মুহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য পুরস্কার, শেরে বাংলা এ কে ফজলুল হক সাহিত্য পুরস্কার, সুফি কবি মোহাতার হোসেন স্বর্ণপদক, সমরেশ বসু সাহিত্য পুরস্কার, নাট্যসভা বিশেষ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত এই লেখক পুরোনো দিনের বাংলা গানের একজন শখের কণ্ঠশিল্পী।

You've just added this product to the cart: