বরেন্দু মণ্ডল

বরেন্দু মণ্ডলের জন্ম ১৯৭৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায়। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যের সাম্মানিক স্নাতক। স্নাতকোত্তর ও পিএইচ. ডি করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক। কলেজ জীবন থেকেই লিটল ম্যাগাজিন আন্দোলন ও চিন্তাচর্চার সঙ্গে জড়িত। এক সময় সম্পাদনা করতেন গ্রীক কোরাসের মতো নামে একটি লিটল ম্যাগাজিন। দেশে ও বাংলাদেশের ছোটো পত্রিকায় মূলত প্রবন্ধ লেখেন।

You've just added this product to the cart: