ফারুক ওয়াসিফ

ফারুক ওয়াসিফের জন্ম ১৯৭৫ সালে। প্রথম পাঠ বগুড়া মিশন স্কুলে, স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে । কবিতা ও গল্প লেখা দিয়ে শুরু হলেও প্রতিরােধী বাম রাজনীতিতে জড়িয়ে যান ছাত্রকালেই । দেশীয় পর্যায়ে সাড়া জাগানাে অনেকগুলি আন্দোলনে পালন করেন সংগঠকের ভূমিকা । পেশাগতভাবে প্রথম আলাের সহকারি সম্পাদক। একই পত্রিকার নিয়মিত কলাম লেখক । আগ্রহের বিষয় সাহিত্য, ইতিহাস, জাতীয়তাবাদ ও সমকালীন জীবনধারা । লেখকের অন্যান্য বই কবিতা জল জবা জয়তুন (আগামী প্রকাশনী, ২০১৫) বিস্মরণের চাবুক (আগামী প্রকাশনী, ২০১৮) প্রবন্ধ জীবনানন্দের মায়াবাস্তব (আগামী প্রকাশনী, ২০১৮)। বাসনার রাজনীতি, কল্পনার সীমা (আগামী প্রকাশনী, ২০১৬) ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে (শুদ্ধস্বর, ২০১১) জরুরি অবস্থার আমলনামা (শুদ্ধস্বর, ২০০৯) অনুবাদ সাদ্দামের শেষ জবানবন্দি (প্রথমা, ২০১২)

You've just added this product to the cart: