ফরিদুর রহমান

স্কুল জীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। ১৯৬৯ সাল থেকে শিশুকিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘খেলাঘর’ এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত হয় ছড়ার বই ‘উল্টো গাধার পিঠে’। এরপরে লিখেছেন ছোটগল্প, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, মুক্তিযুদ্ধের স্মৃতি ইত্যাদি। গল্পকার হিসেবে অর্জন করেছেন বিশেষ খ্যাতি। গল্প রচনায় তাঁর একটি নিজস্ব ধরণ রয়েছে। অভিজ্ঞতার সাথে জ্ঞান ও মেধার সমন্বয়ে তাঁর গল্প একটি আলাদা বৈশিষ্ট্য পায়। চমৎকার তার বর্ণনাভঙ্গি। তীক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি। বাস্তবতাকে ফুটিয়ে তোলেন নিপুনভাবে। ভাষাগত দক্ষতা লেখকের অন্যতম বৈশিস্ট্য। তাঁর ভাষা সাবলীল, বলিষ্ঠ, প্রাণবন্ত। কৈশোরে অর্জন করেন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা। মুক্তিযুদ্ধ তাঁর রচনা একটি মূল সূর। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, গতিপ্রকৃতি এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রামের শক্তি ও প্রেরণা একেবারে ভেতরের রূপটিকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তার বেশ কিছু রচনা। আপন অভিজ্ঞতার আলোকে কিশোর তরুণদের শক্তি, সাহস ও উদ্দীপনাকে উপলব্ধি করতে পারেন বিশেষভাবেÑ যার ছবি পাওয়া যায় তার কিশোর গল্প-উপন্যাসে। লেখকের জন্ম ১৯৫৪ সালের ৩ জানুয়ারি বগুড়া জেলার তালোড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ। পুণের ফিল্ম এ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় চলচ্চিত্র বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। পেশাগত জীবনে টেলিভিশন অনুষ্ঠান নাটক ও প্রামান্য চিত্র নির্মাতা। প্রকাশিত গ্রন্থ : গল্প : মরণোত্তর, পাঁচটি প্রেম ও একটি যুদ্ধের গল্প, আরশি বিলাস, সুন্দরী ও কাঁকড়া।

You've just added this product to the cart: