ফজলে আহমেদ

ফজলে আহমেদের জন্ম ১৯৫৯ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মহিশমাতান গ্রামে। বাল্যকাল গ্রামে কাটিয়েছেন তিনি। গ্রাম্য প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর। তাই এখনও সময় পেলেই গ্রামে ছুটে যান। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। প্রথম প্রকাশিত বই ‘ছোটদের ১৯৭১’। বইটি ছোটদের মনে মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাপকভাবে নাড়া দেয়। তাদের কচি কোমল মনে জাগিয়ে তোলে ’৭১ এর ভয়াবহতা। শিশুসাহিত্য কীর্তির জন্য পেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত শিশুসাহিত্য পুরস্কার, কবি কাদের নওয়াজ শিশুসাহিত্য পুরস্কার। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।

You've just added this product to the cart: