পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না

লেখক উম্মে সালমা তামান্না। জন্ম ৪ই ডিসেম্বর ঢাকায়। পেশায় একজন পুষ্টিবিদ। নিয়মিত রােগী দেখছেন ইবনে সিনা কনসালটেশন সেন্টার, বাড্ডা এবং ল্যাবএইড লি. উত্তরা শাখায় । এছাড়া টিভি চ্যানেল, রেডিও এবং সােশ্যাল মিডিয়াতে পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং সাক্ষাৎকার দিয়ে থাকেন। যার কারণে অনেক মানুষ উপকৃত হয়েছেন। শখ- গান শােনা, মুভি দেখা, ভ্রমণ ছাড়াও লেখালেখি করতে ভালােবাসেন। ছােটবেলা থেকেই লেখার হাতেখড়ি। গল্প, কবিতা লেখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন । ছাপা হয়েছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, ও ম্যাগাজিনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রবন্ধ। ‘পুষ্টিকথন’ হলাে তার প্রথম পুষ্টি বিষয়ক গ্রন্থ। কোন রােগে কী ধরনের পুষ্টিকর খাবার খাবেন, আর কী খাবেন না, সেগুলাে এখানে তুলে ধরা হয়েছে। যারা সুস্থ থাকতে চান, ফিট থাকতে চান, তাদের জন্য এই ডায়েট গাইড। বাবা সােহেল আহমেদ এবং মা তানিয়া আহমেদ। স্বামী মােঃ শাহজাহান টিটু। একমাত্র সন্তান মুহাম্মদ তাফহীম বিন টিটুকে নিয়ে সপরিবারে ঢাকায় বসবাস।

You've just added this product to the cart: