নোমান মোহাম্মদ

নােমান মােহাম্মদের ভালাে লাগার জায়গা লেখালেখি আর ভালােবাসার ভুবন খেলাধুলা ।। দুয়ে দুয়ে ক্রীড়া সাংবাদিকতায় এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন তিনি। সে যাত্রাপথের বাঁকে বাঁকে রােমাঞ্চের অবগাহন । | ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কেটেছে। তার সােনালি শৈশব-কৈশাের । আর রুপালি তারুণ্যের ক্যানভাস ঢাকা বিশ্ববিদ্যালয় । গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে করেছেন মাস্টার্স। অনার্স প্রথম বর্ষ থেকেই সাংবাদিকতা শুরু । সাপ্তাহিক ২০০০’, ‘প্রথম আলাে’, ‘টাইগারক্রিকেট ডটকম’, দৈনিক ইত্তেফাক’ হয়ে এখন তিনি কর্মরত কালের কণ্ঠ পত্রিকায়। | নােমান মােহাম্মদের ভীষণ আগ্রহ অদেখাকে দেখার ও অজানাকে জানার । খুব শখ তাই ঘুরে বেড়ানাে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতে। | প্রকাশিত গ্রন্থ: “পেলে থেকে মেসি’ | (আলােঘর, ২০১৭)।

You've just added this product to the cart: