নেসার আমিন

নেসার আমিন একজন লেখক ও উন্নয়নকর্মী। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা: এটিএম রুহুল আমিন, মা: বেগম হাসিনা খোন্দকার। নেসার আমিন ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ২০০৯ সালে মাস্টার্স পাস করেন। তিনি বর্তমানে ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’-এর প্রোগ্রাম অফিসার এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর সহযোগী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। নেসার আমিনের প্রকাশিত গ্রন্থগুলো হলো:১. ‘বিদ্যুৎ, জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ’,২.বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল, ৩.‘বাংলাদেশের সিটি করপোরেশন’,৪. ‘একান্ত আলাপচারিতায় ড. বদিউল আলম মজুমদার, ৫. ‘আইজ্যাক নিউটন’, এবং ৬. বাংলায় অনূদিত ‘থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ’। এছাড়া ‘সুজন’ থেকে তার রচনায় বেশ কয়েকটি নির্বাচনী প্রতিবেদন এবং তার নির্বাহী সম্পাদনায় ‘কন্যাশিশু’ ও ‘নারীর কথা’ জার্নালের বেশ কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়।

You've just added this product to the cart: