নূরুদ্দিন জাহাঙ্গীর

জন্ম ৫ নভেম্বর ১৯৬৫। শৈশব ও কৈশাের কেটেছে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ তারুয়া গ্রামে। পড়ালেখা: দক্ষিণ তারুয়া প্রাথমিক বিদ্যালয় । (প্রাথমিক); ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় (মাধ্যমিক); ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (উচ্চ-মাধ্যমিক); ঢাকা বিশ্ববিদ্যালয় (সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর, ফিন্যান্স) এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী। বিশ্ববিদ্যালয় (পিএইচডি)।
গল্পগ্রন্থ : ভােরের জন্য প্রতীক্ষা (২০০১), উত্তরসূরিগণ (২০০৮), রবীন্দ্রনাথ উপমা এবং আমি (২০০৯), মরণর্চাদের রবীন্দ্রনাথ (২০১০), মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র (২০১৭)।

You've just added this product to the cart: