তুষার দাশ

জন্ম : ১৩ নভেম্বর, ১৯৫৭। সুচক্রদন্তী, পটিয়া, চট্টগ্রাম। দুই ছেলের জনক— দীপ্ত অগ্নিভ ও দীপ্যমান। প্রকাশিত গ্রন্থ— সহজপাঠ ও অন্যান্য কবিতা ‘ (কবিতা, ১৯৮৮); অতিক্রান্ত বাল্যশিক্ষা (কবিতা, ১৯৯০); দুর্লভ নির্জন আয়না (কবিতা, ‘১৯৯৬); অনিবার্য গৃহযুদ্ধ (কবিতা, ১৯৯৯);।
আমার কবিতা (নির্বাচিত কবিতার সংকলন ১৯৯৯)। নিঃশব্দ বজ্র : আহসান হাবীবের। কবিতা (প্রবন্ধ, ১৯৮৫); আহসান হাবীব। (জীবনী, ১৯৮৮); সেইসব মুখশ্রীর আলাে ও। ‘ আমার জীবনানন্দ (প্রবন্ধ, ২০০২); এছাড়াও,। ‘ বিচ্ছিন্নভাবে বেশ কিছু রচনা ছড়িয়ে-ছিটিয়ে । নানা পত্র-পত্রিকায় কবিতায় নিজের মতাে করে কথা বলতে সচেষ্ট স্বজ্ঞা ও প্রজ্ঞার মিশেলে আবেগের পরিশীলিত, পরিশুদ্ধ রূপকে করায়ত্ত করার অদম্য প্রয়াসে তার কবিতার অন্তহীন যাত্রা। সমকাল তাঁর মূল । ‘ উপজীব্য হলেও ঐতিহ্য-ইতিহাসের এ-মাথার পাশে তিনি গেঁথে দিতে চান ভবিষ্যতের ও-মাথাকেও।

You've just added this product to the cart: