ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক : আশির দশকের শেষ দিকে ঘুরেছিলাম দ্বারে দ্বারে, আলোকিত বাংলাদেশ বিনির্মাণের একটি স্বপ্ন নিয়ে। এমন এক উচ্চ শিক্ষার বাতিঘর প্রতিষ্ঠার আকণ্ঠ বাসনা নিয়ে, যা মানুষকে মানুষ বানাবে আর তৈরি করবে দক্ষ জনশক্তি। সে চারাগাছ অঙ্কুরিত হয়েছিল ১৯৯৬ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাসের পর। তারপর শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা। দুই দশকের সুদীর্ঘ পথ পরিক্রমায় আজ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এক মহিরুহের নাম। এটির মূল ক্যাম্পাস রাজধানীর উত্তরায় অবস্থিত।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ, সুপরিচিত লেখক, স্বনামখ্যাত কবি, বহু গ্রন্থের রচয়িতা ও সমাজসেবক। দেশের উচ্চশিক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে সম্প্রতি দৈনিক আলোকিত বাংলাদেশকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ইরফান এইচ সায়েম

You've just added this product to the cart: