ড. আনু মাহ্‌মুদ

ড. আনু মাহমুদ একাধারে একজন অর্থনীতি বিশ্লেষক, প্রবন্ধকার, কলাম লেখক ও গ্রন্থকার। লেখালেখির সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন। আর্থ-সামাজিক বিষয় ছাড়াও নানাবিধ বিষয়ভিত্তিক গ্রন্থের প্রণেতা তিনি। তার লেখা বইয়ের সংখ্যা ১২৫টি। বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন বেশ কিছু গ্রন্থ যা পাঠক সমাজে বেশ সমাদৃতও হয়েছে। এর মাঝে ‘বঙ্গবন্ধুর ভাষণ’, ‘জাতিরাষ্ট্রের জনক বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু অসহযোগ থেকে স্বাধীনতা’, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ অভিন্নসত্তা’,‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা’, ‘বঙ্গবন্ধু জীবনালেখ্য’, ‘১৫ আগষ্ট বঙ্গবন্ধুর রক্তেভেজা বাংলাদেশ’ উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুকে নিয়ে লেখার অবদানস্বরূপ স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন ও এশিয়ান সাংস্কৃতিক সোসাইটি থেকে ‘রবীন্দ্র-নজরুল অ্যাওয়ার্ড-২০১৪’ প্রদান করা হয় তাকে। এছাড়া একজন মুক্তিযোদ্ধা হিসেবে ‘স্বাধীনতা একাডেমি অ্যাওয়ার্ড ২০১৪’ লাভ করেন তিনি। ড. আনু মাহ্মুদ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

You've just added this product to the cart: