ডা. আবু সাঈদ শিমুল

ডা. আবু সাঈদ শিমুল, জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহরা গ্রামে। মা-রোকেয়া বেগম, বাবাআবুল কাশেম চৌধুরী। এমবিবিএস পাশ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে । বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ডা. আবু সাঈদ শিমুলের শিশু স্বাস্থ্য বিষয়ক লেখালেখির শুরু ছাত্র অবস্থা থেকেই। তা আরও বেগবান হয় একটি জাতীয় দৈনিকের স্বাস্থ্য পাতার বিভাগীয় সম্পাদক হওয়ার পর থেকে । সময়ের সাথে সাথে লিখতে থাকেন। দৈনিক প্রথম আলো, সমকাল, সকালের খবর, আমার দেশ, ডেইলি স্টার সহ অসংখ্য পত্রিকায় । লিটেল ম্যাগাজিন সম্পাদনা ও সাংবাদিকতা করেছেন ছাত্র অবস্থায়। লেখালেখি ছাড়াও বিতর্ক ও আবৃত্তিতে লেখক সমান পারদর্শী । ২০০০ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের সব মেডিকেল কলেজের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হন। প্রতিষ্ঠা করেন সিলেট মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব। সিলেট জেলা ডিবেটিং সোসাইটিরও সভাপতি ছিলেন তিনি। আবৃত্তিতে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। এ পর্যন্ত লেখকের স্বাস্থ্যু বিষয়ক তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সবগুলোই পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত জীবনে ডা. আবু সাঈদ শিমুল এক সন্তানের জনক (ইয়াদ বিন সাঈদ)। তার সহধমীনী ডা. ফারহানা হােসেন চক্ষু বিশেষজ্ঞ এবং একটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।

You've just added this product to the cart: