কণিকা রশীদ

জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৮, ঢাকা। বাবা অধ্যাপক আব্দার রশীদ সাহিত্যিক, ছড়াকার এবং অনুবাদক। অনুবাদ সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পড়ালেখা করেছেন বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
বাবার মৃত্যুর পর ‘বাবাকে মনে পড়ে’ শিরোনামে দৈনিক সংবাদে প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৬ সালের ডিসেম্বরে। এরপর ‘বালিকার চোখে মুক্তিযুদ্ধ’, ‘আনন্দের এই ঝরণাধারা’, ‘ভূটান ভ্রমণ’, ‘বিনু’, ‘আঁধার কন্যা’, ‘যুদ্ধ’ ইত্যাদি দৈনিক ইত্তেফাকে এবং ‘পেত্নীর ছানা’ দৈনিক সমকালে প্রকাশিত হয়। পরে বনফুলের হাতছানি, দিগন্তের ওপাড়ে, লক্ষ্মী ছেলে, অন্যরকম না, স্বর্ণ রেণু ও অসীম আকাশ নামে ছয়টি গল্প ঈদসংখ্যা অন্যদিনে-এ (২০১২-১৭) প্রকাশিত হয়।

You've just added this product to the cart: