এম আবদুল আলীম

এম আবদুল আলী (১৯৭৬-) পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্বরত। ‘বাংলা কাব্যের স্বরূপ ও সিদ্ধি অন্বেষা’, ‘বাংলা বানান ও উচ্চারণবিধি’, ‘রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ’, ‘পাবনায় ভাষা আন্দোলন’ তাঁর কয়েকটি সবিশেষ উল্লেখযোগ্য পুস্তক। কর্মের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন কাহ্নপা সাহিত্যচক্র সম্মাননা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার এবং কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার।

You've just added this product to the cart: