এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ

এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ (১৯৪০): জন্ম ভারতের কলকাতায়। বর্তমানে বাংলাদেশে বসবাস করেন। একটি বিখ্যাত বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। একসময়ে কিশোরদের জন্যে টাপুরটুপুর নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যই তাঁর বিচরণের একমাত্র ক্ষেত্র। ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমী পুরস্কার পেয়েছেন। এক যে ছিল নেংটি, হঠাৎ রাজার খামখেয়ালী, কাটুম কুটুম, ছোট্ট রঙিন পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

You've just added this product to the cart: