ইকবাল বাহার চৌধুরী

ইকবাল বাহার চৌধুরী (১৯৪০-) কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাবীবুল্লাহ বাহার চৌধুরী রাজনীতিবিদ, লেখক ও সম্পাদক হিসাবে বিখ্যাত আর মা আনোয়ারা বাহার চৌধুরীও লেখিকা ও সমাজকর্মী হিসাবে স্মরণীয়। ৩৮ বছর কাজ করার পর ভোয়া’র বাংলা বিভাগের প্রধান হিসেবে ২০১০ সালে অবসর নেন। বেগম রোকেয়া, আনোয়ারা বাহার চৌধুরী ও জেনারেল এমএজি ওসমানীর ওপর তথ্যচিত্র নির্মাণ করেছেন। ‘আমার কত কথা ছিল’, ‘প্রাণের জয়বার্তা’, ‘শুধু তোমার বাণী’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই।

You've just added this product to the cart: