আহসান কবির

জন্ম : খুলনার খালিশপুরে।

পড়ালেখা করেছেন খুলনার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল ক্যাডেট কলেজে। কলেজজীবন শেষে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে। সেখান থেকে পড়তে এসেছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। নৌবাহিনীর চাকরি হারানোর তিন বছর পর সাপ্তাহিক যায়যায়দিন ও মৌচাকে ঢিল পত্রিকায় কাজ শুরু করেন। এরপর কাজ করেছেন দৈনিক যায়যায়দিন প্রতিদিন, প্রথম আলো, মানবজমিন, মাতৃভূমি এবং আমার দেশ পত্রিকায়।

২০০৬ সালের শেষে যোগ দেন টেলিভিশনে। বর্তমানে বৈশাখী টেলিভিশনে কর্মরত আছেন।

প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। উপন্যাসের সংখ্যা তের এবং রম্যগ্রন্থের সংখ্যা আঠারটি।

You've just added this product to the cart: