আসাদ মান্নান

বাংলাদেশের কবিতা অঙ্গনে আসাদ মান্নান একজন সুপরিচিত নাম। তিনি সত্তর দশকের অন্যতম প্রধান কবি। এ পর্যন্ত ১৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। কবিতার পাশাপাশি বেশ কিছু গদ্যও রচনা করছেন। ‘সুন্দর দক্ষিণে থাকে’, ‘হে অন্ধ জলের যাত্রা’, ‘সৈয়দ বংশের ফুল’, ‘ভালোবাসা আগুনের নদী’, ‘ভালোবাসার কবিতা’ প্রভৃতি তার অন্যতম কাব্যগ্রন্থ। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানের পরে অনুষ্ঠান, সংবাদ, নাটক ও অন্যান্য শাখায় ব্যাপক পরিবর্তন আনার নিরন্তর চেষ্টা করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে বিটিভি’র ৫০ বছরের পুরোনো কলাকুশলী ও দর্শক শুভান্যুধায়ীদের সম্মিলন করে একটি মিলনমেলা করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ ১৯৭৬ ও ১৯৭৭ সালে শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে পরপর দু’বার ‘বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরস্কার’, ২০০৭ সালে জীবনানন্দ দাশ পুরস্কার, ২০১২ সালে কবিকুঞ্জ পদক ও সম্মাননাসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

You've just added this product to the cart: