আমিনুর রহমান সুলতান

ড. আমিনুর রহমান সুলতান। একাধারে কবি-প্রাবন্ধিক-গবেষক। বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উপপরিচালক। ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক বিষয় তার লেখার প্রেরণা। ‘বঙ্গবন্ধু গবেষক’ হিসেবেও খ্যাতি পেয়েছেন। কবিতা ও গবেষণা নিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫। সম্প্রতি ঐতিহ্যবাহী যাত্রাশিল্প সম্পর্কে নানামাত্রিক চিন্তা-ভাবনা করছেন। লিখেছেন দুটি মৌলিক যাত্রাপালা। আগামীকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ নামের একটি পালা মঞ্চায়ন হবে। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পালার মঞ্চায়ন উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। নতুন এ যাত্রাপালা এবং বর্তমান ব্যস্ততা নিয়ে গুণী এ ব্যক্তির সঙ্গে কথা হয়।

You've just added this product to the cart: