আকিদুল ইসলাম

আকিদুল ইসলাম : রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় জন্ম । অস্ট্রেলিয়া প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার সময়ই তারকালােক, নিপুণ, সচিত্র ঝিনুকসহ বেশ কয়েকটি কাগজে কাজ করেছেন সম্পাদকীয় বিভাগে । প্রবাস থেকে নিয়মিত কলাম লিখছেন দেশের প্রায় সব শীর্ষস্থানীয় দৈনিকে ।। ‘বাসভূমি মঞ্চ’ নামে অস্ট্রেলিয়ায় নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন একটি আলােকিত সংগঠন । দেশের মেধাবী ছাত্র-ছাত্রী, দুঃস্থ মুক্তিযােদ্ধা, তরুণ লেখকদের গ্রন্থ প্রকাশ এবং দুরারােগ্য ব্যাধিতে আক্রান্তদের সাহায্যার্থে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে । গত ১০ বছরে বাসভূমি মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য দেয়া হয়েছে ২০ লক্ষ টাকা । তার লেখা উল্লেখযােগ্য টিভি নাটক: নায়িকা ও একজন বংশীবাদক, একটি ক্যামেরার আত্মকাহিনী, বৃষ্টি ও বিবিধ সঙ্গীত, বৃক্ষ অথবা জলের কাব্য, রূপকথার বেহালা, রুহান ও তার অপরাধসমূহ, কেউ একা, মন ভালাে নেই, যৈবতী কইন্যা, মন দরােজা, দূরের বাড়ি কাছের মানুষ । প্রকাশিত গ্রন্থ: ব্যাংককে প্রতিদিন, যেখানেই পা রাখি বধ্যভূমি, শেকলে বাঁধা কফিন, দোজখে নর্তকী রাত, ছেলেবেলার স্মৃতি (সম্পাদিত), আমি এখন কোথাও নেই, আমার দুঃখভ্রারাক্রান্ত স্ত্রী এবং নিদ্রাহীন প্রেমিকাগণ, তিন রমণীর চারিত্রিক সনদ । গান লিখেছেন সিনেমা ও নাটকের জন্য । নাটকের গানের একটি অ্যালবাম বেরিয়েছে । অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রথম ইন্টারনেট বাংলা পত্রিকা ‘বাসভূমি’র সম্পাদক তিনি।

You've just added this product to the cart: