অধ্যাপক শেখর রঞ্জন সাহা

শেখর রঞ্জন সাহা

জন্ম ১৯৪৩ সালে গোপালগঞ্জের মহারাজপুর
গ্রামে। পড়াশুনা গোপালগঞ্জ, যশোর ও
রাজশাহী । আর্থিক সংকট কাটাতে কিছুকাল
শিক্ষকতা করতে হয়েছে ভাঙ্গা মাল্টিল্যাটেরাল
হাইস্কুলে (বর্তমান নাম ভাঙ্গা পাইলট হাইস্কুল)।
রাজশাহী বিশ্ববিদ্যালুয্রন হতে উদ্ভিদবিজ্ঞানে
মাস্টার্স করেন ১৯৬৯ স্ব এবং জেনারেল গ্রুপে
প্রথম শ্রেণিতে প্রথম ছান অধিকার করেন। ১৯৭০
সালে তিনি প্রভাষক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজে যোগদান করেন। অনার্স ও মাস্টার্স
পর্যায়ে একাধিক পাঠ্যবই এর রচয়িতা এবং
“জীববিজ্ঞান অভিধান’ ও “উদ্ভিদবিজ্ঞান অভিধান”
নামক দুটি আকর গ্রন্থের সংকলক ।

You've just added this product to the cart: