অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন

যিনি কুরআনের চিত্রকল্প “আখেরাতের চিত্র” দিয়ে সমধিক
পরিচিত অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন, যার জন্ম ২১
নভেম্বর, ১৯৬৪, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার
তারাখোঁ গ্রামে এক দ্বীনদার মুসলিম পরিবারে । পিতা
মরহুম হাজী নুর আহমদ ও মাতা মোস্তফা খাতুনের
সর্বকনিষ্ঠ সন্তান তিনি। বড়ভাই মাওলানা আবুল কাশেম
এর হাতে সর্বপ্রথম তার প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু ।
যিনি প্রাথমিক শিক্ষা থেকে প্রত্যেক স্তরে কৃতিত্রে স্বাক্ষর
রেখেছেন। তিনি ১৯৮০ সালে ফৌজদারহাট কে. এম উচ্চ
বিদ্যালয় থেকে এস.এস.সি ও ১৯৮২ সালে চ্টরগ্রাম কলেজ
থেকে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৮৬ সালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ রসায়ন বিদ্যায়
এম.এস.সি ডিথি অর্জন করেন।

You've just added this product to the cart: