অদ্বৈত মারুত

অদ্বৈত মারুত একজন তরুণ কবি, ছড়াকার ও সাংবাদিক। দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে আছেন। গল্প, কবিতা, ছড়া, শিশু সাহিত্য সব শাখায় তার কাজ রয়েছে। লেখালেখির বিষয় প্রধানত ছড়া হলেও কবিতা ও ছোটগল্পেও তিনি সমান আগ্রহী। বিশেষত শিশুতোষ গল্পের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ‘নিস্তরঙ্গের বীতস্বরে'(কবিতা), ‘ভাল্লাগে না’ (ছড়া) ‘হাজার তারার আলো’ (ছড়া কবিতা), ‘স্বর ভাঙার গান’ (কবিতা) ও ‘ভূত খেলে কুতকুত (শিশুতোষ গল্প) প্রভৃতি অন্যতম। এছাড়া তিনি পাঁপড় শিরোনামে একটি ছোটকাগজ সম্পাদনা করেন। পেশাগত জীবনে সংবাদকর্মী। একটি জাতীয় দৈনিকের একাধিক বিভাগীয় পাতা সম্পাদনার দায়িত্ব পালন করছেন। ছড়া-সাহিত্যে বিশেষ কৃতিত্বের জন্য জন্য ‘বিজয় দিবস সম্মাননা-২০১৭ লাভ করেছেন তিনি। এছাড়াও ইতোমধ্যে ‘লাটাই ছড়া-সাহিত্য পুরস্কার-২০১৭’, সাহিত্যের কাগজ মৌচাক সম্মাননা, মহীয়সী সাহিত্য পাঠচক্র সম্মাননা ও ত্রৈমাসিক ‘রঙধনু ছড়াপত্র’ সম্মাননা পেয়েছেন অদ্বৈত মারুত।

You've just added this product to the cart: