হাসান হামিদ

তরুণ কবি ও গবেষক হাসান হামিদ। জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলায়। শিক্ষক বাবার সংগ্রহে থাকা অজস্র বইয়ের পাতা দেখে বেড়ে ওঠেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন লেখালেখির শুরু। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। বাংলাদেশের বাইরে তার লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জার্নাল অনলাইন ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার। প্রকাশিত বই ‘অজস্র আলোর পেরেক’ এবং ‘জলছাপ অন্তুরজলে’।

You've just added this product to the cart: