হাসান হাফিজ

হাসনা হাফিজের জন্ম ১৫ অক্টোবর ১৯৫৫, সোনারগাঁও উপজেলার এলাহীনগর গ্রামে। তার লেখা প্রথম ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকের কচি কাঁচার আসরে, তণ চিলেন স্কুলছাত্র। এ পর্যন্ বই রেবিয়ে ৫৫টি। কাব্যগন্থের সংখ্যা ২৫, এর মধ্যে একটি প্রকাশিত হয়েছে ভারতের কলকাতা থেকে।

হাসান হাফিজ পড়াশোন করেছেন সোনারগাঁয়ের হোসেনপুর হাই স্কুল, ঢাকা করেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটিতে অনার্সসহ দু’টি বিষয়ে এমএ ডিগ্রী অর্জন করেছেন। বশ্রন করেছেন ইরাক, জর্ডান, অস্ট্রেলিয়া, ফিজি, চীন, জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে অতীম দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, ডাকসু, সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা, কবিতালাপ সাহিত্য পুরস্কার, গোল্ডেন নেস্ট কালচারাল রিপোর্টার্স এ্যাওয়ার্ড, টোনাটুনি পদক, আমরা কুঁড়ি এ্যাওয়ার্ড, কমিউমেন্ট পদক, মওলানা ভাসানী স্মৃতির পুস্কার, কবি জসীম উদ্দীন স্মৃতি পুরস্কার ইত্যাদি। দীর্ঘ ৩১ বছরের পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা করেছেন অধুনালুপ্ত দৈনিক বাংলা, জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ (এখন পাক্ষিক), বৈশাখী টেলিভিশনে। বর্তমানে দৈনিক আমার দেশ-এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

You've just added this product to the cart: