সৈয়দ আনওয়ারুল হাফিজ

জন্ম ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। পড়াশোনা বেশিরভাগ কলকাতায়। হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ ও তারপর চিকিৎসাবিদ্যায় দীক্ষা নেন কলকাতা মেডিক্যাল কলেজে। সেখান থেকেই স্নাতকোত্তর, উচ্চশিক্ষা অর্জনের জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৯৬০ সালে ব্রিটেনে এমআরসিপি করে ঢাকায় চলে আসেন। ১৯৬২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ঢাকা, সিলেট ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে অধ্যাপনা ও তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পেশায় যুক্ত থেকেছেন। ১৯৭০-এ আবার লন্ডনে যেতে হয় এবং সেখানে কনসালট্যান্ট ফিজিশিয়ান হিসেবে কাজ করেন ১৯৯৮ সাল পর্যন্ত। তারপর লন্ডন জীবনের অবসান ঘটিয়ে আবার ফেরেন ঢাকায়। বর্তমানে ঢাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সাভারে গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। অবসর সময় কাটে নানা বিষয়ের বই পড়ে, গান শুনে ও সিনেমা দেখে। দুনিয়া ঘুরে বেড়ানোটা নেশা। সময় পেলেই ছুটে যান আজ তিব্বত কাল ব্রাজিল-পেরুর আমাজন জঙ্গল দেখতে, না হয় পরশু উগান্ডার গরিলা আস্তানায় কিংবা বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় বা চীনের টাকলামাকান মরুভূমির সিল্করোড দিয়ে নতুন শতাব্দীর রাস্তা খুঁজতে।
ছোটবেলা থেকেই লেখার ঝোঁক। এত দিন হয়ে ওঠেনি অন্যচিন্তা ও অন্ন অন্বেষণের ব্যস্ততায়। এবার শুরু করতে চান নতুন উদ্যমে।

You've just added this product to the cart: