সালিম আব্দুল্লাহ

সালিম আব্দুল্লাহ সমকালের একজন স্বপ্নবান লেখক। ডাকনাম দুলাল। তিনি ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার উপকণ্ঠে মাস্টার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রফেসর শাহজাহান কবির একজন বিদ্বান ও উদ্যমী মানুষ। জ্ঞানপিপাসু মমতাময়ী মা হরদম পরিবার আগলে রাখেন। লেখা-পড়ার হাতেখড়ি পরদাদা মৌলবি হাসান আলি মিয়ার কাছ থেকে। প্রাথমিক অধ্যায়ন শেষ করেন কুড়িগ্রাম জেলার প্রখ্যাত বিদ্যাপিঠ ‘হামিউসসুন্নাহ’ মাদরাসায়। এরপর চলে যান দক্ষিণ বঙ্গে। সেখানকার সুপ্রসিদ্ধ মাদরাসা ‘নানুপুর ওবাইদিয়া’ থেকে কুরআন মাজিদের হাফেজ হন। এরপর চলে আসেন যান্ত্রিক শহর ঢাকায়। ঢাকার বিখ্যাত ‘বাইতুস সালাম মাদরাসা’ থেকে জানতে শুরু করেন ঐশী বাণীর মহান জ্ঞান। আর মেশকাত (স্নাতক) সম্পন্ন করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ‘ফরিদাবাদ মাদরাসা’ থেকে। উচ্চশিক্ষা গ্রহণ করতে পাড়ি জমান উপমহাদেশের সর্বোচ্চ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ), ভারত। সমাপনী পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে দেশের নাম উজ্জ্বল করেন। সাহিত্যের প্রতি ঝোঁক ছোট বেলা থেকেই। প্রবাসী মামার কবিতার প্রতি মুগ্ধ হয়েই লেখালেখি শুরু। লিখেছেন বহু গদ্য, পদ্য, গল্প। ‘গল্পগুলো গপ্পো নয়’ তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।

You've just added this product to the cart: