সাজ্জাদ কবির

বই পড়ার নেশা থেকেই লেখালেখির শুরু।  যদিও পড়তে গিয়ে কখনোই মনে হয়নি লিখতে হবে।  পড়ায় যেমন আনন্দ লিখতে গিয়েও একসময় পাওয়া গেল একইরকম আনন্দের সন্ধান।  প্রথম আত্মপ্রকাশ ১৯৮৭ সালে ‘বাংলাদেশ কথাশিল্পী সংসদ’ আয়োজিত গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়ার মাধ্যমে।  পত্রিকায় প্রথম গল্প বের হয় সাপ্তাহিক চিত্রালীতে।  তারপর একে একে অন্যান্য পত্রিকায় বের হয় গল্প, প্রবন্ধ, কলাম, রম্যরচনা আর সায়েন্স ফিকশন।  মূলত রম্য লেখক হলেও ছোটগল্প লিখেছেন অনেক।
মৌলিক লেখা ছাড়াও অনুবাদ করেছেন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস আর প্রবন্ধ।
পদার্থবিজ্ঞানে লেখাপড়ার শেষধাপে হঠাৎ করেই মনে হলো স্নাতকোত্তর করবেন বাংলা সাহিত্যে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হলো।  যদিও সেটা শেষ হলো না পেশার কারণে। কর্মজীবনে নানা পদের পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন।  কখনও সাংবাদিকতা, কখনও বেতারে নাটক, রম্যকথিকা রচনা, কখনও মুদ্রণ ব্যবসা।  কিশোরবেলা নামে একটা কিশোর পত্রিকা সম্পাদনার কাজেও হাত দিয়েছেন।

You've just added this product to the cart: